আমাদের কাজের ফাঁকে অনেক সময় কম্পিউটার ছেড়ে উঠে যেতে হয়। এবং পরবর্তী
সময়ে কেউ এসে কাজ গুলো এলোমেলো করে দিতে পারে সে জন্য আমরা মোবাইল ফোনে
যেভাবে লক দেই ঠিক সেভাবেই আমাদের কম্পিউটারটি লক করে রাখতে পাড়বো এবং এটি
থাকবে পাসওয়ার্ড প্রটেক্টড। আর এটি করা যাবে ছোট্ট একটি ২.৩ মেগাবাইট
সফটওয়্যার এর সাহায্যে । যাদের প্রয়োজন সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সবাই ভালোথাকবেন।