New Updats

নিজেই তৈরি করুন QR barcode।(একদম সোজা)

 

আসসালামু আলাইকুম,
সবাইকে আমার প্রীতি ও সুভেচ্ছা রইল ।

QR barcode কীঃ 

QR মানে Quick Response । QR barcode স্মার্টফোন দ্বারা পাঠযোগ্য । এর মাধ্যমে লেখাকে সাংকেতিক রুপে প্রকাশ করা হয় । এর মাধ্যমে আপনি text, url, phone number, এগুলো কোড এ পরিণত করতে পারবেন । যেমন: প্রথম আলো পত্রিকায় অনেক সময় প্রথম আলো অ্যাপ্লিকেশান নেওয়ার জন্য বিজ্ঞাপন। সেখানে লিঙ্ক দেওয়া থাকে আর QR barcode থাকে । আপনার সেই লিঙ্ক লিখতে কিছুটা সময় লাগবে অনেক সময় ভুল ও হতে পাতে । আপনি যদি তার বদলে বারকোডটা স্ক্যান করেন তাহলে মুহূর্তেই লিঙ্ক আপনার স্মার্টফোন এ চলে আসবে আর ক্লিক করলেই সেই লিঙ্ক এ চলে যাবে । আপনিও এরকম একটা QR barcode তৈরি করতে পারবেন।

কিভাবে তৈরি করবেনঃ 

প্রথমে এখান থেকে Extension টা Google Chrome এ Add করে নেন । এবার  extension টিতে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে__

এখানে আপনি আপনার পছন্দ মত লেখা লেখতে পারেন । বাংলা ও লেখতে পারবেন । আপনি যদি ফোন নাম্বার বা url ইত্যাদি দিতে চান তাহলে উপর থেকে অন্য বিভাগ সিলেক্ট করুন । লেখা শেষ হলে সাইজ ঠিক করুন । তারপর generate এ ক্লিক করুন । তাহলে দেখবেন সেটার QR barcode তৈরি হয়ে গেছে ।
qrcode
আপনি download  লেখায় ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে । আপনি যদি লেখাটি আপনার স্মার্টফোন এ থাকা বারকোড স্কানের দ্বারা স্ক্যান করুন , তাহলে আপনি আপনার লেখাটি দেখতে পারবেন । তবে এর জন্য অবশ্যই আপনার কাছে বারকোড স্ক্যানার থাকতে হবে , যা আপনি গুগল প্লে তে খুব সহজেই পেয়ে যজাবেন।এভাবে আপনি আপনার বন্ধুর সাথে যে কোন লেখা বা লিঙ্ক শেয়ার করতে পারবেন।

╔══════════════ஜ۩۞۩ஜ═════════════════╗

 

New Updates Happy Birthday