আপনার গীটার টিউন করুন কম্পিউটার দিয়েই !

আমার প্রথম টিউন।  এই প্রসঙ্গে কেউ আগে টিউন করেছে বলে মনে হচ্ছেনা ।
কম্পিউটার দিয়ে টিউন করার জন্য যা যা লাগবে >
  • আপনার কম্পিউটার
  • একটি মাইক(ইনপুট) , ল্যাপটপ এর জন্য লাগবেনা কারন ল্যাপটপ এ মাইক built-in থাকে।
  • PitchPerfect Software
প্রথমে এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন । Install করুন। চালু করলে আপনি আপনার গীটার এর মত ৬ টি তার দেখবেন।

সবচেয়ে নিচেরটা মোটা তার এবং সবার উপরেরটা চিকন । যে তার টিউন করবেন সেটি select করে সেই তার এ আওয়াজ করুন । যদি আপনার মাইক শব্দটি বুঝতে পারে তাহলে Indicator দানে-বামে যেতে থাকবে। সবুজ মার্কার হচ্ছে সঠিক টিউন। গীটার এর টিউন কী(key) ঘুরিয়ে সঠিক টিউন এ নিতে হবে। ...
এটা নিয়ে confusion থাকলে নিচের ভিডিও টা দেখুন...
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=MDjt9-cA9eg
গীটার নিয়ে আমার ব্লগ