অনলাইন এ আয় করা নিয়ে কিছু কথা

আসসালামুআলাইকুম ও শুভেচ্ছা সবাইকে
আসাকরি ভাল আছেন সবাই।
আমি খুব একাটা ভাল লিখতে পারি না। তবুও মনে হোল একটা জিনিস আপনাদের জানানো উচিৎ এই উদ্দেশে আমার এই লেখা। জানিনা কে কি ভাবে নিবে এইটা। আমি ফ্রীলাঞ্চার জগতে একে বারে নতুন।কিছু দিন হলো ফ্রীলাঞ্চার এর সাথে জড়িত হয়েছি।এখানে এসে দেখলাম অনেক ওয়েবসাইট আসে সেখান থেকে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ নিয়ে সেই কায করা যায়।
সাইট গুল হোল

http://www.odesk.com

http://www.freelancer.com
http://www.elance.com
http://www.guru.com
http://www.vworker.com
এমন আর বেশ কিছু সাইট আসে।
এখানে কাজ করতে গিয়ে যেটা দেখলাম , যারা পুরাতন ইউজার তারা কায গুল বেশী পায়। নতুন যারা তারা কায মনে হয় পেতে তার ঘুম হারাম হয়ে যায়। তার উপর আমার তাদের বিভিন্ন মেম্বার হলে বেশী সুবিধা।
আমার মনে হোল বাংলাদেশ এর চাকরি যেমন এইখানেও সেমন অবস্তা হয় অভিজ্ঞতা না হয় মামা খালু,

তার পরে আবার যদি বিড রেট থাকে ৩০-২৫০ ডলার তায়লে পুরাতন ইউজার রা সেয় কাজে বিড করে সবথেকে কম রেটে। এই রকম হলে যারা নতুন ইউজার তারা কি করব বলতে পারেন। একেতো আমরা নতুন তার পর যদি পুরাতন ইউজার যদি কম রেট এ বিড করে তায়লে তো বায়ার তো কায তাকেই দিবে। এতাই স্বাভাবিক।
যা নিচের Picture এ দেখেন।




আমি একটি সাইট এর পিকচার দিলাম এই রকম প্রতিটি সাইট এর অপশন আছে। যত বেশী ইনভেস্ট করব তত বেশী বিড করতে পারবো।

ভুল হলে ছোট বোন কে মাফ করে দিয়েন।