আমার জেলা জলপাইগুড়ি থেকে ছড়িয়েছিল সিপাহি বিদ্রোহের আগুন: ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ শুধুমাত্র ব্যারাকপুর এবং বহরমপুরের সেনা ছাউনিতেই সীমাবদ্ধ ছিল না । ওই বছরের এপ্রিলে মঙ্গল পাণ্ডের ফাঁসির পর বিদ্রোহের সেই আগুন ছড়িয়েছিল বঙ্গদেশের বিভিন্ন প্রান্তে । সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়েছিল চট্টগ্রাম, ঢাকা, জলপাইগুড়ি এবং ত্রিপুরাতেও । অথচ এই তথ্য কোনোদিনও পৃথিবীর আলো দেখেনি, না আছে পাঠ্যবইতে তার উল্লেখ । সযত্নে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল এই ঐতিহাসিক তথ্য । কিন্তু সম্প্রতি রাজ্য সংগ্রহশালার গবেষকরা প্রমাণ্য নথি সহ এই তথ্যের হদিস পেয়েছেন । এই গবেষণায় যুক্ত ঐতিহাসিক বরুণ দে জানিয়েছেন, 'সিপাহি বিদ্রোহের সময়কাল প্রকৃতপক্ষে অনেকটাই বিস্তৃত । উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশে সিপাহি বিদ্রোহ সম্বন্ধে অনেক কিছু জানা গেলেও সে অর্থে অজানা ছিল বাংলায় এর উত্থান ।' এর কারণ ব্যাখ্যায় বরুণবাবু দায়ী করেছেন চিরাচরিত সেই অপচেষ্টাকে, যার মাধ্যমে গোটা দেশে এই ধারণাকে চালু রাখা গেছে যে বাঙালিরা ব্রিটিশদের বশ্যতা স্বীকার করতে ভালোবাসতো । ঐতিহাসিক অমলেন্দু দের মতে, 'কোনো কোনো ভারতীয় ইতিহাসবিদ ব্যারাকপুর ও বহরমপুরের বাইরে বাংলায় সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়েছিল বলে ইঙ্গিত দিলেও যথোপযুক্ত প্রমাণ দিতে পারেননি । সেক্ষেত্রে এই নতুন তথ্য আমাদের ইতিহাসকে পুনর্নজর দিতে সাহায্য করে ।' পশ্চিমবঙ্গ রাজ্য সংগ্রহশালার ঐতিহাসিক এবং আধিকারিকরা পুলিশ ও গোয়েন্দা রিপোর্ট ঘেঁটে যে তথ্য পেয়েছেন, তাতে স্পষ্ট বাংলায় 'স্বাধীনতার প্রথম যুদ্ধ' ( সিপাহি বিদ্রোহকে এই আখ্যাই দিয়েছিলেন দামোদর সাভারকার ) অনেক ব্যাপক আকার নিয়েছিল । সংগ্রহশালায় প্রাপ্ত এই চাঞ্চল্যকর তথ্য বলছে, ১৮৫৭ সালের এপ্রিলে ব্যারাকপুর সেনা ছাউনিতে মঙ্গল ও ঈশ্বরী পাণ্ডের ফাঁসির পরপরই ব্রিটিশদের বিরুদ্ধে আগুন দাবানলের মতো মুহূর্তে ছড়িয়ে পড়েছিল গোটা বঙ্গদেশে । ঐ বছরের সেপ্টেম্বরেই সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়েছিল অধুনা বাংলাদেশের চট্টগ্রামে । সিপাহিদের বিদ্রোহে মারা যান বেশ কয়েকজন ব্রিটিশ সামরিক কর্তা । চট্টগ্রামে সিপাহিরা পরিকল্পনা করেছিল ট্রেজারি দখল নেওয়ার । অকস্মাৎ এই সেনা অভ্যুত্থানে হতভম্ব হয়ে পড়েন ব্রিটিশ আধিকারিকরা । এরপর বেশ কিছুদিন ট্রেজারি সেনা দখলে থাকার পর সংঘটিত সেনাবাহিনী দিয়ে বিদ্রোহে ইতি টানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি । জলপাইগুড়িতেও ঠিক এর দুই মাস পরেই সেনা বিদ্রোহ হয় । এক্ষেত্রে সিপাহীদের লক্ষ্য ছিল চলতি বিশ্বাসকে কার্যত ভ্রান্ত প্রমাণ করা । বিহার এবং উত্তরপ্রদেশের সিপাহীরাই যে শুধু এই বিদ্রোহে নেই, তা প্রমাণ করার তাগিদ থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন তারা । জলপাইগুড়ির সেনা ছাউনি কার্যত ধ্বংস করে এই বিদ্রোহে সাধারণ মানুষকেও জড়ো করেছিলেন সেনারা । এক্ষেত্রেও সেনা বিদ্রোহকে পরাস্ত করতে কলকাতা থেকে বিশাল বাহিনী উত্তরবঙ্গে পাঠিয়েছিল কোম্পানি । ১৮৫৮ সালের জানুয়ারিতে সেনা বিদ্রোহ শুরু হয় ত্রিপুরায় । এখানে সিপাহিদের সংঙ্গে সমর্থন ছিল রাজ পরিবারেরও । উল্লেখযোগ্য হল গবেষকরা হাতে পেয়েছেন সে সব শহিদ সেনাদের নাম যাদের জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছিল । পশ্চিমবঙ্গ রাজ্য সংগ্রহশালার নির্দেশক অতীশ দাশগুপ্ত জানিয়েছেন, 'অনেকেই মনে করেন মঙ্গল পাণ্ডের ফাঁসির সঙ্গে সঙ্গে বাংলায় সিপাহি বিদ্রোহে ইতি পড়েছিল । কিন্তু এই নথি থেকে পরিষ্কার কোম্পানির সর্বশক্তিকে উপেক্ষা করে প্রতিটি সেনা বিদ্রোহ নিখুঁত পরিকল্পনায় সংঘটিত হয়েছিল এবং অন্য রেজিমেন্টের সেনারাও বিদ্রোহে অংশগ্রহণে অনুপ্রাণিত হয়েছিল । আমাদের হাতে যা প্রমাণ্য তথ্য আছে তাতে স্পষ্ট চারটি সেনা বিদ্রহই ।'

ফটোশপে পেন্সিল আমি বহু আগে একটা বানিয়েছিলাম কিন্তু নিজের কাজ নিজেরই পছন্দ হয় নাই তবে ঐ পদ্ধতিটা ছিল খুব সোজা। তবে আজ একটা পেনসিল বানালাম যেটা কিছুটা হলেও প্রফেশনাল লুক আছে। আমি একটা কথা বলি আমি ফটোশপ সিএস ৫ আপডেট হয়েছি। তাই এবার থেকে স্কিনসট গুলো সিএস ৫ এর হবে। আজ আমাদের প্রজেক্ট এর নাম হল ফটোশপে পেন্সিল তৈরি। তো কাজে নেমে পড়ি।
১. নিচের মত সেটিং নিয়ে একটা নতুন ডকুমেন্টেরই নিন।
২. নতুন একটা লেয়ার নিন এবং Rectangular Marquee Tool এর সাহায্যে একটা চতুর্ভুজ আঁকুন এবং ctrl+T চেপে এর কোন দুটি চাপিয়ে দিন। তাহলে নিচের মত দেখাবে।
৩. এবার Layer>Layer Style> Gradient Overlay যান এবং সেটিং নিচের মত।
৪. তারপর Stroke এ যান এবং সেটিং নিচের মত।
৫. একটা লেয়ার নিয়ে। আবার Rectangular Marquee টুল এর সাহায্যে একটা চতুর্ভুজ আঁকুন এবং ctrl+T চেপে নিচের কোন গুলো চাপিয়ে নিন। নিচে দেখুন।
৬. এবার Layer>Layer Style> Gradient Overlay যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।
৭. আবার একটা লেয়ার নিন। এবং Rectangular Marquee এর সাহায্যে নিচের মত করে কোনার দিকে একটা লম্বা দাগ দেওয়ার চেষ্টা করুন। তারপর Edit>Transform>warp যান এবং নিচের দিকটা একটু ছুঁচালো করে দিন।
৮. এবার Layer>Layer Style>Gradient Overlay যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।
৯. এবার এই লেয়ারটা কপি করতে হবে। তার লেয়ার প্যালটে গিয়ে উক্ত লেয়ার সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করে Duplicate Layer এ ক্লিক করুন।
১০. এবার এই Duplicate Layer লেয়ারের পেনসিলের অংশটুকু আর একটা কোনায় নিয়ে যান।
১১. এইবার দেখুন আপনার পেনসিলের মাঝে একটা ফাঁকা অংশ তৈরি হয়েছে। একটা লেয়ার নিন এবং উক্ত ফাঁকা অংশে Rectangular Marquee টুল এর সাহায্যে বর্ডার করে নিন। এবং কালো রং দিয়ে ভরাট করে ফেলুন।
১২. তারপর Edit>Transform>warp যান এবং নিচের দিগরটা একটু ছুঁচালো করে দিন।
১৩. এবার Layer>Layer Style>Gradient Overlay যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।
১৪. আবার একটা লেয়ার নিন। এবং Elliptical Marquee টুল এর সাহায্যে একটা ডিম্ব আকৃতি তৈরি করুন এটা আমাদের পেনসিল এর ওপরের রাবার।
১৫. তারপর Layer>Layer Style> Gradient Overlay যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।
১৬. এবার আরও একটা লেয়ার নিন। এবং পেনসিল এর বডি ও রাবার এর মাঝে একটা চতুর্ভুজ আঁকুন এবং যে কোন রং দিয়ে ভরার করুন।
১৭. তারপর Layer>Layer Style> Gradient Overlay যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।
ব্যাস হয়ে গেল আপনার 3D পেনসিল।

আমি আরও কিছু অংশ মডিফাই করেছি আপনি এটা PSD ফরমেটে ডাউনলোড করতে পারেন । ডাউনলোড লিং
মোডিফাই করা অংশটা নিচে দিলাম!