বিমানে ভ্রমণ করুন বাংলাদেশঃ খরচ খুব বেশি তো নয়


বিমান ভ্রমণ ব্যয়বহুল হলেও আরামদায়ক এবং সময় সাশ্রয়ী হওয়ার কারণে বেশ জনপ্রিয়। তবে দরিদ্র দেশ হওয়ার কারণে অভ্যন্তরীণ বিমান পরিবহন ব্যবস্থার বিশেষ বিকাশ ঘটেনি। ঢাকার সাথে সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, সৈয়দপুর ও কক্সবাজার শহরের সাথে বিমান যোগাযোগ চালু আছে এখন। তবে যাত্রীস্বল্পতার কারণে অনেক বিমানবন্দরই মাঝেমাঝে বন্ধ করে দিতে হয়, যেমন রাজশাহী, সৈয়দপুর, ঈশ্বরদী।

বাংলাদেশের বিমানবন্দরগুলো:

বর্তমানে বাংলাদেশের চালু বিমান বন্দরগুলো হল: ঠাকুরগাঁও, সৈয়দপুর, রাজশাহী, তেজগাঁও, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর, কুমিল্লা, শামসের নগর বিমানবন্দর ও ওসমানী বিমানবন্দর। এগুলোর মধ্যে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ও সিলেটের ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমান সংস্থাগুলো:

পূর্বে অভ্যন্তরীণ রুটে বিমানে চলাচলের জন্য বিমানের ওপরই নির্ভরশীল ছিলেন এদেশের মানুষ। ১৯৯৬ সালে বেসরকারী খাতে প্রথম বিমান সংস্থা হিসেবে এ্যারো বেঙ্গল এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত মোট আটটি বিমান সংস্থা এলেও কেবল দু'টি টিকে আছে; এগুলো হল: ইউনাইটেড এয়ারওয়েজ এবং রিজেন্ট এয়ার।

* বুকিং:
* সবগুলো বিমান সংস্থারই অনলাইন বুকিং সুবিধা আছে। এছাড়া বুকিং অফিসে গিয়েও বুকিং দেয়া যায়।
* ইউনাইটেড এয়ারওয়েজের ক্ষেত্রে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড এবং ব্র্যাক ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করা যায়।
* অনলাইনে রিজেন্টএয়ারওয়েজের টিকেট কাটতে হলে আগে রিজেন্ট এয়ারওয়েজের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট ওপেন করতে হবে।
* অনালাইনে বিমানের টিকেট কাটতে হলে বিমানের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট খোলা যেতে পারে। তবে একাউন্ট খোলা জরুরি নয়। একাউন্ট না খুলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করে ই-টিকেট সংগ্রহ করা যায়।


সরকারী ও বেসরকারী বিমান সংস্থাগুলো অভ্যন্তরীণ যেসব রুটে চলাচল করে:
* বিমান বাংলাদেশ এয়ারলাইন্সঃ
ঢাকা থেকে যায়: চট্টগ্রাম ও সিলেট

সিটি সেলস অফিসঃ
বাড়ি# ৯৭, সড়ক# ৪, ব্লক# বি, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা, বাংলাদেশ।
ফোন- + ৮৮-০২-৯৮৮৩৪৮৯
ওয়েবসাইট- http://www.biman-airlines.com
টেলেক্স- ৬৪২৬৪৯ DABG BJ

* ইউনাইটেড এয়ারওয়েজঃ
ঢাকা থেকে যায়ঃ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী

কর্পোরেট অফিস/উত্তরা অফিস
উত্তরা টাওয়ার (৬ষ্ঠ তলা)
১ জসীম উদ্দিন এভিনিউ, উত্তরা
ঢাকা-১২৩০, বাংলাদেশ।
ফোন: ৮৯৩২৩৩৮, ৮৯৩১৭১২
ফ্যাক্স: ৮৯৫৫৯৫৯
ওয়েবসাইট: http://www.uabdl.com
ইমেইল: info@uabdl.com

* রিজেন্ট এয়ারঃ
ঢাকা থেকে যায়ঃ চট্টগ্রাম, কক্সবাজার, যশোর,সিলেট
রিজেন্ট এভিয়েশন এয়ারওয়েজ
এইচ.জি এভিয়েশন লি:
সিয়াম টাওয়ার, লেভেল – ৭, প্লট – ১৫, ঢাকা ময়মনসিংহ রোড, সেক্টর – ৩, উত্তরা মডেল টাউন, ঢাকা – ১২৩০।
যোগাযোগ: ৮৯৫৩০০৩
ই-মেইল: info@flyregen.com
ওয়েবসাইট: http://www.flyregent.com



খরচঃ

* ঢাকা-চট্টগ্রাম
৩,৫০০ টাকা (সকল প্রকার শুল্কসহ)
ইউনাইটেড এয়ারওয়েজ : ৩,৮২৫ টাকা; রিটার্ন টিকেটসহ ৭,৬৫০ টাকা
রিজেন্ট এয়ার : ৪,০০০ টাকা

* ঢাকা-কক্সবাজার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স : বর্তমানে বন্ধ আছে
ইউনাইটেড এয়ারওয়েজ : ৪,৮৭৫ টাকা; রিটার্ন টিকেটসহ ৯,৭৫০ টাকা
রিজেন্ট এয়ার : ৫,০০০ টাকা

* ঢাকা-সিলেট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স : ২,৮০০ টাকা (সকল প্রকার শুল্কসহ)
ইউনাইটেড এয়ারওয়েজ : ৩,০০০ টাকা; রিটার্ন টিকেটসহ ৬,০০০ টাকা
রিজেন্ট এয়ার : ৩,২০০ টাকা

* ঢাকা-যশোর
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স : বর্তমানে বন্ধ আছে
ইউনাইটেড এয়ারওয়েজ : ২,৫০০ টাকা; রিটার্ন টিকেটসহ ৫,০০০ টাকা
রিজেন্ট এয়ার : ২,৫০০ টাকা

* ঢাকা-সৈয়দপুর
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স : বর্তমানে বন্ধ আছে
ইউনাইটেড এয়ারওয়েজ : ৪,৭৫০ টাকা; রিটার্ন টিকেটসহ ৯,৫০০ টাকা
রিজেন্ট এয়ার : --

* ঢাকা-রাজশাহী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স : বর্তমানে বন্ধ আছে
ইউনাইটেড এয়ারওয়েজ : ৩,৫০০ টাকা; রিটার্ন টিকেটসহ ৭,০০ টাকা
রিজেন্ট এয়ার : --

* সৈয়দপুর-রাজশাহী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স : বর্তমানে বন্ধ আছে
ইউনাইটেড এয়ারওয়েজ : ১,৮২৫ টাকা; রিটার্ন টিকেটসহ ৩,৬৫০ টাকা
রিজেন্ট এয়ার : --