সুন্দর সুন্দর এনিমেশন তৈরি করুন আপনি নিজেই । গিম্প দিয়ে .gif এনিমেশন তৈরি করুন

আজকে আপনাদের কে দেখাবো কিভাবে গিম্প দিয়ে সুন্দর সুন্দর .GIF এনিমেশন তৈরি করতে পারবেন। প্রথমেই বলে নেই GIMP থথা গিম্প একটি ওপেন সোর্স সফটওয়ার যা কিনা এক্কেবারে ফ্রি !!!! এর উইন্ডোজ ,উবুন্টু এবং ম্যাক সব অপারেটিং সিস্টেমেই পাবেন। যদি আপনার কাছে এই সফটওয়ার টি না থাকে তবে এটিকে ডাউনলোড করে নিতে পারেনএই লিঙ্ক থেকে ।
আচ্ছা আসুন তাহলে টিউটোরিয়াল বিষয়ক কথায় অসি । প্রথমে আমি যেটা বলবো যে ডিজাইনিং পরিপূরণ একটি ক্রিয়াটিভ বিষয় আপনি যদি সময় দেন তাহলে অনেক ধরনের ও অনেক সুন্দর সুন্দর কাজ আপনি দেখাতে পারবেন বা করতে পারবেন।
তো প্রথমে আপনি যেটা করবেন সেটা হল গিম্প ওপেন করুন। তারপর
Ctrl+n মানে নতুন পিকচার তৈরি করার জন্যে আপনার সুবিধা মতন সাইজ সিলেক্ট করুন
আপনি চাইলে আমারটাও নিতে পারেন
তারপর fill tool টির সাহায্যে একটি ব্যকগ্রাউন্ড  নিলামএই ভাবে ।
আপনি চাইলে আমারটাও নিতে পারেন
তারপর fill tool টির সাহায্যে একটি ব্যকগ্রাউন্ড  নিলামএই ভাবে ।
 এটিকে সেভ করলাম Ctrl+s ক্লিক করে একটি আলাদা ফোল্ডারে নির্দিষ্ট একটি নাম দিয়ে ফাইল টিকে .jpg ফরম্যটে সেভ করলাম
তারপর এই উইন্ডো টি আসলো এবং প্রথম পিকচার টি সেভ  করলাম
undefined
তারপর আবার গিম্প এ গিয়ে নতুন একটি পিকচার বানিয়ে একিভাবে সেভ করলাম
undefined
একটি বিষয় মনে রাখতে হবে পিকচার গুলো কে যখন সেভ করবেন তখন কোনটার পর কোনটার স্লাইড আসবে সে হিসেবে নাম দিবেন যেমন ১২৩৪৫৬৭৮৯
তারপর যখন আপনার ছবি গুলো ক্রিয়েট করা সম্পন্য হয়ে যাবে।
undefined
তখন গিম্পের মেইন উইন্ডো  টি ক্লিয়ার করে File ট্যব -Open as Layers
undefined
তারপর আপনি যে ফোল্ডারে পিকচার গুলো সেভ করেছিলেন সেখান থেকে Ctrl+a ক্লিক করে সব গুলো ফাইল ওপেন করুন তারপর ফিল্টারস Filters ট্যব ক্লিক করে
–>
একদম শেষের দিকে দেখবেন এনিমেশন নামে একটি অপশন আছে সেখান থেকে প্ল্যে ব্যক এ ক্লিক
অর্থাৎ Filters-animetion-play back
undefined
প্লে বাটন ক্লিক করুন দেখবেন আপনার পিকচার গুলো একের পর এক এনিমেটিং হচ্ছে
এবার আবার ফাইল (file) ট্যব এ গিয়ে সেভ এজ (save as) এ ক্লিক করুন তারপর কথায় সেভ করবেন সেটা নির্বাচন করুন তাপর নাম দিন এবং .gif ফরমেটে সেভ বাটনে ক্লিক করুন কিভাবে করবেন?
undefined
 তারপর
undefined
 এই অনুযায়ীযেতে থাকুন এক্সপোর্ট এ ক্লিক করুন  তারপ
undefined
 এখানে লুপ ফরেভার মানে
–>
এনিমেশন টাকি একবার ঘুরে বন্ধ হয়ে যাবে নাকি সবসময় এনিমেটিং করতে থাকবে যদি সবসময়ের জন্যে হয় তবে চেক দিন আর মিলিসেকেন্ডের বক্সে কতো সময় ধরে এনিমেশন হবে সেটা নির্ধারণ করতে পারবেন তারপর সেভ ।
ব্যস হয়ে গেল। এবার দেখুন আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট টি পেয়েছেন কিনা ?
আমি গিম্প সম্পর্কে অত এক্সপার্ট না তবে যে বিষিয়ে লিখেছি সে বিষয়ে কোন কিছু যানতে চাইলে কমেন্ট করুন + আপনার মতামত দিন।
undefined