শাহবাগ তুমি

































শাহবাগ তুমি এই প্রজন্মের নব সূচনা আধার
শাহবাগ তুমি সেজেছো আজ জনতার পাহাড়
খুলিয়াছো অন্ধকারের দ্বার
আনিয়াছো নব দিনের জোয়ার।

শাহবাগ তুমি আলোকিত করেছো দেশ
শাহবাগ তুমি জাগিয়েছো স্বদেশ
স্বাধীনতার আলোক সূর্য এনে
দিয়েছো জনতার ললাটে টেনে।

শাহবাগ তুমি এক মোহনা
পদ্মা মেঘনা যমুনার ঢেউ
উছলে উঠেছে তোমার চত্বরে
যাচ্ছে চলে সাগর ছাড়িয়ে মহাসাগরে।

শাহবাগ তুমি দূর করেছে যত দূরাশা
তোমার বুকে জেগেছে আজ নতুন দিনের আশা
বয়সের সীমা ভুলে তুমি হাতে দিয়েছো তুলে
উনিশ একাত্তরের জ্বালা
ওরা ভাঙ্গবে আজ দুষমনের তালা।

শাহবাগ তুমি আজ এক ফুলের বাগান
এই বসন্তে সুরের মূর্ছনায়
সবাই এক কাতারে সবার এক প্রাণ
সবাই গায় একই গান।

শাহবাগ তুমি আজ আগ্নেয়গিরি
তোমার জ্বালামূখ ঠিকরে বেরুচ্ছে ফূটন্ত লাভা
সেই লাভাস্রোতে পুড়ে যাবে ভেসে যাবে
নরপিশাচ আর তার দোসর
আসবে বাংলার বুকে নতুন ভোর।

শাহবাগ তুমি ফাঁসির রজ্জু হয়ে খোলো দোর
এক একটা রাজাকারের হোক কবর।